অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অন্তর্ঘাতীরা পরিবর্তনের বৈধ দাবীকে ব্যবহার করার চেষ্টা করছে -বাশার আল আসাদ


সিরিয়ায় অন্তর্ঘাতীরা পরিবর্তনের বৈধ দাবীকে ব্যবহার করার চেষ্টা করছে -বাশার আল আসাদ
সিরিয়ায় অন্তর্ঘাতীরা পরিবর্তনের বৈধ দাবীকে ব্যবহার করার চেষ্টা করছে -বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, অন্তর্ঘাতীরা পরিবর্তনের বৈধ দাবীকে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, নাশকতার মাধ্যমে সংস্কার আনা যাবে না। জাতির উদ্দেশে দেয়া এক টিভি ভাষণে তিনি বলেন, স্থিতি ছাড়া সিরিয়াতে কোনো উন্নয়ন সম্ভব নয়। গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হবার পর এটি তার তৃতীয় গুরুত্বপূর্ণ ভাষণ। মি আসাদ বলেন, সিরিয়ার সংবিধান সংস্কারের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি একটি কমিটি গঠন করছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, অর্থনৈতিক দুর্বলতা সিরিয়ার জন্য এখন সবচেয়ে বিপদের ব্যাপার। ওই ভাষণের আগে বৃটেনের পররাষ্ট্র মন্ত্রী মি আসাদকে হয় সংষ্কার অথবা সরে দাড়ানোর আওভান জানান।

XS
SM
MD
LG