অ্যাকসেসিবিলিটি লিংক

কাতারের প্রধান মন্ত্রী সিরিয়ার বিক্ষোভকারিদের ওপর দমন অভিযান বন্ধ করার আহ্বান জানান ।


কাতারের প্রধান মন্ত্রী সিরিয়ার বিক্ষোভকারিদের ওপর দমন অভিযান বন্ধ করার আহ্বান জানান ।
কাতারের প্রধান মন্ত্রী সিরিয়ার বিক্ষোভকারিদের ওপর দমন অভিযান বন্ধ করার আহ্বান জানান ।

আরব লীগে সিরিয়ার প্রতিনিধি বলেছেন – ঐ লীগের সিরিয়া বিষয়ক প্রধানের মন্তব্য , সিরিয়া সংকট সম্পর্কে একপেশে অবস্থানের প্রতিফলন । সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সানা’ সোমবার ইউসুফ আহমদের ঐ সমালোচনা প্রকাশ করে । ইউসুফ আহমদ বলেছেন – বেশির ভাগ সিরিয় নাগরিকই দেশের বাইরের হস্তক্ষেপের বিরোধী । রবিবার কাতারের প্রধান মন্ত্রী শেখ হামাদ বিন জেসীম আত থানি সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারিদের ওপর ভয়াবহ দমন অভিযান বন্ধ করার যে আহ্বান জানান তারই প্রেক্ষিতে ইউসুফ আহমদ ঐ মন্তব্য করেন ।

XS
SM
MD
LG