অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার দারায় ট্যাঙ্ক অভিযান


সিরিয়ার দারায় ট্যাঙ্ক অভিযান
সিরিয়ার দারায় ট্যাঙ্ক অভিযান

সিরিয়ায় প্রত্যক্ষদর্শীরা দারা শহরে তুমুল লড়াইয়ের খবর দিয়েছেন। এই দারা শহর চলমান সরকার বিরোধী বিক্ষোভের কেন্দ্র বিন্দুতে এবং সরকারের অভিযানের লক্ষস্থলে পরিণত হয়েছে।

সিরিয়ার সৈন্যদের ঐ শহরে আজ শনিবার ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি নিয়ে প্রবেশ করতে দেখা যায় এবং শহরের অংশ বিশেষে বন্দুকের শব্দ শোনা যায়।

সক্রিয়বাদীরা বলছেন , এই সেনা মোতায়েনের একদিন আগেই , , দারা সহ গোটা দেশে বিক্ষোভের ওপর অভিযান চালিয়ে ৬২ জনকে হত্যা করেছে।

অধিকার গোষ্ঠিগুলি বলছে যে ছ সপ্তা আগে প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শত শত লোক নিহত হয়েছে।

অসামরিক লোকদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের জন্যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ সিরিয়ার নিন্দে করেছে। এই সহিংসতা সম্পর্কে তদন্তের ব্যাপারেও ঐ পরিষদ সম্মত হয়েছে।

XS
SM
MD
LG