ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার একটি শরনার্থী শিবিরে মঙ্গলবার ইসলামিক ষ্টেটের আত্মঘাতি হামলায় অন্তত ২১জন অসামরিক ব্যাক্তি নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস মুখপাত্র রামি আব্দেল জানান ইরাকী শরনার্থী ও গৃহচ্যুত সিরিয়ানদের ঐ শিবিরে ইসলামিক ষ্টেটের অন্তত ৫ জন আত্মঘাতি হামলাকারী ঢুকে পড়ে এবং অতর্কিত হামলা চালায়।
কুর্দি ও সিরিয়ার সূত্র থেকে বলা হয় হামলার শিকার শরনার্থীরা সিরিয়া ও ইরাকের ইসলামিক ষ্টেট নিয়ন্ত্রিত বিভিন্ন স্থান থেকে পালিয়ে ঐ শিবিরে আশ্রয় নিয়েছিল।
ঐ হামলার পর ইসলামিক ষ্টেট ও কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বিত দল Syrian Democratic Forces (SDF) এর মধ্যে তুমুল যুদ্ধ চলে এবং কয়েকজন নিহত হয়।