অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার শরনার্থী শিবিরে ইসলামিক ষ্টেটের হামলায় অন্তত ২১জন নিহত


ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার একটি শরনার্থী শিবিরে মঙ্গলবার ইসলামিক ষ্টেটের আত্মঘাতি হামলায় অন্তত ২১জন অসামরিক ব্যাক্তি নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস মুখপাত্র রামি আব্দেল জানান ইরাকী শরনার্থী ও গৃহচ্যুত সিরিয়ানদের ঐ শিবিরে ইসলামিক ষ্টেটের অন্তত ৫ জন আত্মঘাতি হামলাকারী ঢুকে পড়ে এবং অতর্কিত হামলা চালায়।

কুর্দি ও সিরিয়ার সূত্র থেকে বলা হয় হামলার শিকার শরনার্থীরা সিরিয়া ও ইরাকের ইসলামিক ষ্টেট নিয়ন্ত্রিত বিভিন্ন স্থান থেকে পালিয়ে ঐ শিবিরে আশ্রয় নিয়েছিল।

ঐ হামলার পর ইসলামিক ষ্টেট ও কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বিত দল Syrian Democratic Forces (SDF) এর মধ্যে তুমুল যুদ্ধ চলে এবং কয়েকজন নিহত হয়।

XS
SM
MD
LG