অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিমান হামলা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া


সিরিয়ায় বিমান হামলা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান দ্বারা এক সিরিয়ান যুদ্ধ বিমানকে ভূপাতিত করা এবং রাশিয়া কর্তৃক তার বিরুদ্ধে দেয়া হুমকীর একদিন পর অস্ট্রেলিয়া এই ঘোষণা দিল। ২০১৪ সাল থেকে ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে যে জোট গঠিত হয়, অস্ট্রেলিয়া তার অংশ হিসাবে কাজ করে আসছে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে সিরিয়ায় তারা আকাশ যুদ্ধের অবস্থা পর্যবেক্ষন করে যথাসময়ে তাদের বিমান হামলা শুরু করবে। তবে ইরাকে জোট বাহিনীর বিমান হামলা ঠিকমতই চলবে।

ওদিকে রাশিয়ার হুমকীর জবাবে যুক্তরাষ্ট্র বলেছে সিরিয়ায় জঙ্গী দমনে যা যা করার সবই করবে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনী। হোয়াইট হাউজ মুখপাত্র শন স্পাইসার সাংবাদিকদের বলেন সিরিয়া সরকারের বোঝা উচিৎ জোট বাহিনী আইসিস দমনে সকল ধরনের কৌশল অবলম্বন করবে।

এর আগে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সারগেই রেবকভ বলেছেন সিরিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত করা এক ধরনের আধিপত্য বিস্তারের লক্ষণ।

XS
SM
MD
LG