অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার রাজধানী দামেস্কে জোড়া বোমার বিস্ফোরণে ১৪ জন নিহত


সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে, একটি পুলিশ স্টেশনের কাছে, জোড়া বোমার বিস্ফোরণে কমপক্ষে ১৪ ব্যক্তি মারা যায়।রাজধানীর আল-মারজেহ চত্বরে মঙ্গলবার ঐ বিস্ফোরণ ঘটে।
রাষ্ট্রীয় টেলিভিশন, ঘটনার জন্যে সন্ত্রাসবাদী আত্মঘাতী বোমা হামলাকারীদের দায়ী করেছে। এবং বলেছে, ঐ ঘটনায় ৩১ জন আহত হয়েছে।যেসব বিদ্রোহী প্রেসিডেন্ট আসাদের বিরোধিতা করছে, তাঁদেরকেই সিরিয়ার সরকার সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করে থাকে।
বৃটেন ভিত্তিক সিরিয় মানবাধিকার সংস্থা, সিরিয়ান অবজাররভেটরি বলছে, নিহতের সংখ্যা ১৫, যার বেশিরভাগই পুলিশ কর্মি। তাঁরা আরো বলেছে, একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয় পুলিশ স্টেশনের ভেতরে। আর একই সময় অপর বোমাটি ফাটে বাইরে।
দু হাজার এগারোর মার্চে সিরিয়ার সংঘাত শুরু হবার পর থেকে মারজেহ জেলায় বেশ কটি বোমা হামলার ঘটনা ঘটেছে। সেখানে এপ্রিল মাসে একটি বোমা হামলার ঘটনায় ১৩জন মারা যায় ও আরো ৭০ জন আহত হয়।
XS
SM
MD
LG