অ্যাকসেসিবিলিটি লিংক

জেনেভায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু।


An overview of the room where Staffan de Mistura, the U.N. mediator for Syria, and the Syrian delegation, led by Syrian Ambassador to the U.N. Bashar Jaafari, opened the Syrian peace talks at the U.N. European headquarters in Geneva, Switzerland, Jan. 29,
An overview of the room where Staffan de Mistura, the U.N. mediator for Syria, and the Syrian delegation, led by Syrian Ambassador to the U.N. Bashar Jaafari, opened the Syrian peace talks at the U.N. European headquarters in Geneva, Switzerland, Jan. 29,

সিরিয়ার প্রধান বিরোধীপক্ষের তরফে বর্জন স্বত্বেও সিরিয়া যুদ্ধ অবসানে জাতিসংঘের নেতৃত্বে শুক্রবার জেনেভায় শুরু হয়েছে শান্তি আলোচনা।

শুক্রবার বিকালে জিনিভার জাতিসংঘ কার্যালয়ে শুরু হওয়া আলোচনায় অংশ নেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ষ্টাফান দে মিস্টুরা এবং জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারির নেতৃত্বে সিরিয়া সরকারেরর প্রতিনিধি দল।

আলোচনার পর মিস্টুরা সাংবাদিকদের বলেন তিনি আশা করছেন রবিবার বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারবেন।

তিনি বলেন, “বিশ্বাস করার যথেষ্ট কারন রয়েছে যে তারা এই শান্তি আলোচনার গুরুত্ব দিচ্ছেন আর তা ফলে সম্ভবত রবিবার তাদের Higher Negotiations Committee সদস্যরা আলোচনায় বসবেন।”

রিয়াদে তাদের একটি গোষ্ঠির বৈঠকের পর তারা একটি ছোট প্রতিনিধি দল জিনিভায় পাঠাবেন জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে; তবে সমঝোতার জন্যে নয়।

Higher Negotiations Committee আগে বলেছিল সিরিয়া সরকার ও রাশিয়া কর্তৃক আসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত এবং তাদের নিয়ন্ত্রনে থাকা এলাকায় অভিযান তুলে না নেয়া পর্যন্ত তারা সমঝোতা আলোচনায় বসবেন না।

পরে তারা জানিয়েছেন তারা নিশ্চয়তা পেলে একটি প্রতিনিধিদল পাঠাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী Higher Negotiations Committee’কে স্বাগত জানিয়েছেন। ২০১৪ সালে শান্তি আলোচনা বন্ধ হবার পর এই প্রথম এ ধরণের আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

XS
SM
MD
LG