অ্যাকসেসিবিলিটি লিংক

হমস শহরে সিরীয় সৈন্যরা বিরোধীদের ওপর আক্রমন চালিয়েছে


সিরিয়ায় বিরোধী কর্মিরা বলছে যে আজ আবারও সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল হমস শহরে সিরীয় সৈন্যরা বিরোধীদের ওপর আক্রমন চালিয়েছে। এর আগে গোটা দেশে সংঘর্ষে কমপক্ষে ৩১ জন প্রাণ হারিয়েছে। লন্ডন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে রোববার নিহতদের মধ্যে ১৪ জন ছিলেন অসামরিক ব্যক্তি , যাদের মধ্যে ৭ জনকে হমস এলাকায় সরকার গুলি করে হত্যা করে। গোষ্ঠিটি বলেছে যে সরকারী সৈন্য ও পক্ষত্যাগকারী সৈন্যদের মধ্যে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হয়। সোমবার হমস এর বাসিন্দারা জানিয়েছে যে তারা শহরে সেনা ভর্তি সাজোয়া গাড়ি দেখেছেন।

জাতিসংঘের মানবাধিকার গোষ্ঠি বলছে যে সিরিয়ায় এই সাত মাসের সরকারী বিরোধী গোলোযোগে প্রায় তিন হাজার লোক প্রাণ হারিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম এমন যে কোন দেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন, যারা নবগঠিত বিরোধী কাউন্সিলকে সমর্থন দেবে। তবে ইউরোপীয় ইউনিয়ন এই বিরোধী কাউন্সিলকে স্বাগত জানিয়ে বলেছে যে এটি হচ্ছে সামনের দিকে ইতিবাচক পদক্ষেপ ।

XS
SM
MD
LG