অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহীদের কাছ থেকে নতুন অঞ্চল দখল করেছে সিরিয়ার সরকারী বাহিনী


রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিরোধী নেতাকর্মীরা বলেছে যে সিরিয়ার সরকারী বাহিনী শনিবার উত্তর-পশ্চিমের একটি মূল মহাসড়ক নিয়ন্ত্রণের প্রয়াসে বিদ্রোহীদের কাছ থেকে নতুন অঞ্চল দখল করেছে। তুরস্ক যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আরও সামরিক বাহিনী পাঠিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, সপ্তাহব্যাপী সরকারের এই হামলা সিরিয়ায় একটি মানবিক সংকট তৈরি করেছে। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ছয় লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ইদলিব প্রদেশ এবং পার্শ্ববর্তী আলেপ্পো অঞ্চলের বেশিরভাগ অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ঐ অঞ্চলে প্রায় ৩০ লক্ষ লোকের বাস। এদের বেশিরভাগ সিরিয়ার অন্যান্য অঞ্চল থেকে বাস্তুচ্যুত হবার পর এখানে আসে।

XS
SM
MD
LG