অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ভাইস প্রেসিডেন্টের দলত্যাগের খবর গুজব মাত্র



সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল সারাকে গত কয়েকে সপ্তাহের মধ্যে এই প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছে। জলপনা-কল্পনা চলছিল যে তিনি যুদ্ধরত প্রেসিডেণ্ট বাসার আল আসাদ সরকারের দল ত্যাগ করেছেন।

ভাইস প্রেসিডেন্ট সফররত ইরানের উর্দ্ধোতন কর্মকর্তার সংগে দামেষ্কে সাক্ষাত করন। ৭৩ বছর বয়ষ্ক সারা হলেন সূন্নি মুসলমান সম্প্রদায়ের।
সাম্প্রতিক মাসগুলোতে আসাদ সরকারের বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা দল ত্যাগ করেছে এবং সরকার পক্ষ থেকে জানানোর পরেও রবিরার পর্যন্তও গুজব ছিল যে সারা দল ছেড়ে জর্ডানে চলে গিয়েছেন।
ওদিকে সিরিয়ার ওয়াচ ডগ গ্রুপ বলেছে শনিবার দেশব্যাপী কয়েক শত লোক নিহত হয়েছে।
বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটোরী ফর হিউম্যান রাইটস বলছে, মোট ৩৭০ জন নিহত হয়েছে এবং রাজধানীর কাছে দারায়া এলাকায় প্রায় দু’শ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে।
XS
SM
MD
LG