অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র , সিরিয়ার বিরোধি পক্ষিয়দের জন্যে , মারাত্মক নয় এমনি সহায়তা সম্প্রসারিত করার বিষয় বিবেচনা করছে ।


যুক্তরাষ্ট্র , সিরিয়ার বিরোধি পক্ষিয়দের জন্যে দেয় , মারাত্মক নয় তার এমনি ধরনের সহায়তা প্রদান সম্প্রসারিত করার বিষয়টি বিবেচনা করে দেখছে ।
যুক্তরাষ্ট্র এবং য়ুরোপিয় কর্তাব্যক্তিরা বলছেন – হোয়াইট হাউস এখনো নতুন এ নীতিভঙ্গি বিচার-বিবেচনা করে দেখছে – পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ওদিকে তাঁর বিদেশ সফরে য়ুরোপ ও মধ্য প্রাচ্যে , নেতাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন । এখনো অব্দি যুক্তরাষ্ট্র কেবল যোগাযোগ সংশ্লিষ্ট যন্ত্র-সম্ভারই পাঠিয়েছে , সিরিয় প্রেসিডেণ্ট বাশার আল আসাদের বিরোধি পক্ষিয়দের কাছে । কর্মকর্তারা সামরিক সরঞ্জাম পাঠাতে আপত্তি জানিয়েছেন , এ আশংকায় যে সেসব আবার উগ্রপন্থিদের হাতে না চলে যায় ।
পররাষ্ট্রমন্ত্রী কেরী এ সপ্তাহে সিরিয়ার বিরোধি পক্ষিয়দের সঙ্গে আলোচনায় মিলিত হবেন – ইতিমধ্যে friends of Syria group রোমে তাঁদের বৈঠক করছেন ।
XS
SM
MD
LG