অ্যাকসেসিবিলিটি লিংক

সাধারন পরিষদ , সিরিয়ায় জাতিসংঘ পরিদর্শকদেরকে প্রবেশাধিকার দাবি করে প্রস্তাব অনুমোদন করবে ।


জাতিসংঘ সাধারন পরিষদ , সিরিয়ায় লাগাতার হানাহানির কারনে ধিক্কার ব্যক্ত করে এবং জাতিসংঘের পরিদর্শকদেরকে প্রবেশাধিকার দেবার কথা বলে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজ বুধবার একটি প্রস্তাব অনুমোদন করবে বলে অনুমান করা হচ্ছে ।
বাধ্যতামুল নয় ধরনের এ প্রস্তাবের খসড়া রচনা করেছে কাতার । এতে , সিরিয়ায় রাজনৈতিক বিবর্তনের জন্যে প্রয়োজনিয় সংলাপে কার্যকর অংশিদারিত্বের ভুমিকায় আসবার কথা বলে সম্মিলিত বিরোধি জোটকে আহ্বান জানানো হয়েছে । রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ নিয়ে তদন্তের জন্যে এতে জাতিসংঘের একটি টীমকে অবাধ প্রবেশাধিকার দেওয়া হোক বলেও দাবি জানানো হয়েছে । জাতিসংঘ মহাসচীব বান কি মূন অনুমোদিত এ টীম প্রস্তুত থাকলেও সিরিয়া তাদেরকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয় নি । রাশিয়া এ প্রস্তাবের বিরোধতা করছে । বলছে , গত আগস্টে সাধারন পরিষদে অনুমোদিত প্রস্তাবের চেয়ে এ প্রস্তাবের প্রতি সমর্থনের মাত্রা তুলনামুলকভাবে কম ।
XS
SM
MD
LG