অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া নিয়ে শান্তি সম্মেলন বিলম্বিত হতে পারে


সিরিয়া বিষয়ে শান্তির আশা অন্বেষায় অনুষ্ঠিতব্য আলোচনা এখন সম্ভবত: আরো বিলম্বিত হবে – এই যে গৃহযুদ্ধে এ অবধি প্রায় এক লক্ষ মানুষের প্রাণ বিনাশ হয়েছে , এর একটা নিস্পত্তি করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতামতে ফারাক পরিলক্ষিত হচ্ছে এখনো ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী , আজ মঙ্গলবার ব্রূনাইয়ে দক্ষিন পূর্ব এশিয়ার দেশ সমুহের ফোরাম আসিয়ানের আলোচনা চলাকালে , পৃথক আয়োজনে সাইড লাইনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিরিয়া সংঘাত নিয়ে কথাবার্তা বলেন ।
কেরী বলছেন – সিরিয়া প্রশ্নে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুবই উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে – তবে , হানাহানি খতম করে অন্তর্বর্তি একটা সরকার কায়েমের প্রশ্নে দু’জনই তাঁরা খুব সিরিয়াস এবং দায়বদ্ধও বটে । তার পরেও গত মাসে জেনিভায় যে শান্তি সম্মেলন করার কথা ভাবা হয়েছিলো সেটা আগস্ট শেষের আগে হবে বলে মনে হচ্ছে না ।
XS
SM
MD
LG