আজ মঙ্গলবার সিরিয়া বলেছে- যুক্তরাষ্ট্র এবং রাশিয়া প্রস্তাব করেছে যে অস্ত্রবিরতি পরিকল্পনার,শনিবার থেকে যেটা কিনা শুরু হবার কথা, সেটা মেনে নিচ্ছে সিরিয়া।
সরকারি এক বয়ানে বলা হয়েছে-ইসলামিক স্টেইট এবং আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠিগুলোর বিরুদ্ধে সামরিক বাহিনী তাদের তৎপরতা কিন্তু লাগাতারই চালিয়ে যাবে।ঐসব জঙ্গিদের ব্যাপারে যুক্তরাষ্ট্র-রাশিয়া প্রস্তাবিত পরিকল্পনা প্রযোজ্য হবেনা এবং অপরাপর গোষ্ঠীগুলোর যে কোনোটিরই জন্যে এতে হিসসা নেবার কথা নিশ্চিত করবার জন্যে সময় রয়েছে শুক্রবার অবধি।সিরিয়ার বিরোধী পক্ষিয় উচ্চ ক্ষমতাসম্পন্ন আলোচক কমিটি সোমবার রাতে জানায়- অবরোধ তুলে নেওয়া,মানবিক ত্রান তৎপরতা সরবরাহ এবং অসামরিক জনগোষ্ঠীর ওপর বোমা বর্ষন বন্ধের দাবি তাদের মান্য হলে পর ঐ অস্ত্র বিরতিতে রাজি আছে তারা।সোমবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলেছে- আত্মরক্ষার তাগিদে তৎপরতা অবলম্বন অবধিই সংশ্লিষ্ট পক্ষগুলো শক্তিপ্রয়োগ সিমিত রাখবে।অবরুদ্ধ অঞ্চলগুলোয় ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার সুযোগ মানবিক গোষ্ঠিগুলোর জন্যে অবারিত রাখতেও সম্মত হয়েছে পক্ষগুলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী আজ মঙ্গলবার সিরিয়ার অস্ত্রবিরতি পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট ফরেন রেলেশান্স কমিটি সকাশে প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন বলে ধারনা করা হচ্ছে। আজকের এ শুনানী অধিবেশনে কেরী আসছে বছরের জন্যে পররাষ্ট্র দফতরের বাজেট ব্যয়বরাদ্দ প্রস্তাব নিয়েও আলোচনা করবেন।