সিরিয়ার পূর্ব প্রদেশের দেইর ইযরে (Deir Ezzor) বিমান হামলায় ইসলামিক স্টেটের যোদ্ধা সহ কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৮ জন অসামরিক লোক ও রয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠি জানিয়েছে বৃহস্পতিবার ইরাকের সীমান্তের কাছে ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় একটি বরফের কারখানাতে হামলা করা হয়।সেখানে অনেক সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। পর্যবেক্ষক সংস্থাটি জানায়, তৎক্ষণাৎ বোঝা যায়নি যে ইরাকের বিমান নাকি আই এস এর বিরুদ্ধে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোট ঐ হামলা চালিয়েছে। সিরীয় সরকারের সংবাদ মাধ্যম সানা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটকেই হামলার জন্য দায়ী করেছে এবং বলছে এতে ৩০ জন নিহত হয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছে। । রয়টারের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বলেছে তারা হয়তো ঐ এলাকাতে হামলা চালিয়ে থাকতে পারে। এই জোট আগে ইসলামিক স্টেটের দখলে থাকা এলাকাগুলোতে হামলা চালিয়েছে এবং এই চরমপন্থি দলের বিরুদ্ধে কুর্দিদের সমর্থন দিয়ে আসছে।ইসলামিক স্টেট সিরিয়ার বেশীরভাগ এলাকাতে তাদের দখল হারালেও এখনো Deir Ezzor.সহ কিছু ছোট ছোট এলাকা তাদের দখলে রয়েছে।