অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র


সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোট সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের কাজ শুরু করেছে।ইসলামিক স্টে্ট গোষ্ঠির বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের যে জোট লড়াই করছে তার মুখপাত্র কর্নেল শন রায়ান বলেন, জোট সিরিয়া থেকে আমাদের একান্ত ইচ্ছায় সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। তবে তিনি বলেন এই তৎপরতার নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে,তারা সুনির্দিষ্ট সময়সীমা কিংবা সৈন্যদের চলাচল নিয়ে আলোচনা করবেন না।

সিরিয়া থেক যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পূর্ব শর্ত এ সপ্তার গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের ঘোষণা যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পূর্ব শর্ত হচ্ছে সিরীয় কৃর্দি মিলিশিয়া, YPG ‘র নিরাপত্তা, সেই বিষয়টি তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইয়েব এরদোয়ানকে ক্ষুব্ধ করেছে এবং তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।YPG হচ্ছে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ মিত্র তবে আংকারা সরকার মনে করে তারা তুরস্কের ভেতরে, সন্ত্রাসী গোষ্ঠি হিসেবে বিদ্রোহীদের সঙ্গে সম্পৃক্ত।

XS
SM
MD
LG