সিরিয় সেনাবাহিনীর দলত্যাগী লড়াকু বলে মনে করা হচ্ছে এমন বন্দুকবাজেরা এক অভিযানে সরকারের নিরাপত্তা বাহিনীর কম হলেও ৮ সদস্যকে হত্যা করেছে। এটা করা হয় সরকারী বাহিনী অসামরিক একদল লোককে হত্যা করবার পর । হামার কাছাকাছি একটি গ্রাম আল আশারনার ভেতর দিয়ে এক সামরিক যান বহর যাওয়ার সময় দলত্যাগী বন্দুকবাজেরা অতর্কিতে হামলা চালায় ঐ যানবহরের ওপর জানিয়েছে সিরিয়ার অবযারভেটরী মানবাধিকার গোষ্ঠী।
সিরিয়ার আরক্ষা বাহিনী মধ্যাঞ্চলবর্তী বিক্ষুদ্ধ হামা প্রদেশে একটা মোটর গাড়ির ওপর গুলিবর্ষণ করে পাঁচ ব্যক্তিকে হত্যা করেছে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
মানবাধিকার কর্মীরা বলছেন এটা ঘটেছে, সিরিয়ায় প্রাণঘাতি সহিংসতা ফুলে ফেঁপে বেড়ে ওঠার একদিন পর আজ বুধবার খাত্তাব শহরের কাছাকাছি।
লন্ডন ভিত্তিক সিরিয় অবযারভেটরী মানবাধিকার গোষ্ঠী বলছে মঙ্গলবার সরকার অনুগত বাহিনী প্রধাণত: ইদলিব প্রদেশে কম করেও চব্বিশ ব্যক্তিকে হত্যা করেছে সেনাদলের চড়াও অভিযানে যেখানে কিনা অসামরিক এগার ব্যক্তি নিহত হয়েছে।
পৃথক ঘটনায় ইদলীবে ৮ জনের মত অসামরিক ব্যক্তি নিহত হয়, সিরিয় বাহিনী যখন কিনা, এর আগে নিহতদের জন্যে আয়োজিত জানাযা মিছিলের ওপর গুলিবর্ষণ করে।
জাতিসংঘ মানবাধিকার দফতর থেকে বলা হয়েছে মার্চে অসন্তোষ প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর থেকে নিয়ে পাঁচ হাজারেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে তাঁরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন।
ইতিমধ্যে আজ মঙ্গলবার সিরিয়ার অনেকাংশেই তৃতীয় দিনের মত সাধারণ ধর্মঘট চলছে প্রেসিডেণ্ট আসাদের শাসন অবসানের দাবীতে পরিচালিত আইন অমান্য অভিযানের অংশ হিসেবে।