অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সেনাবাহিনী গোলান সীমান্ত এলাকা পুনর্দখল করেছে


সিরিয়ার সরকারী সৈন্যরা গোলান মালভূমিতে অস্ত্র বিরতি রেখা বরাবর , জাতিসংঘ পরিচালিত কুয়েন্তিরার সীমান্ত পারপার এলাকা আবারও দখল করে নিয়েছে। এর কয়েক ঘন্টা আগেই এ রকম আভাষ পাওয়া যায় যে সিরীয় বিদ্রোহীরা ঐ অঞ্চল দখল করে নিয়েছে। ইসরাইলি নিরাপত্তা সুত্রগুলো এ খবর জানিয়েছে।

সিরীয় এবং ইসরাইল নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর মধ্যে এই পারাপার এলাকাটি খুব কম ব্যবহৃত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান যে সিরীয় অঞ্চলে প্রচন্ড সংঘাত হয়েছে এবং বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সীমান্ত সংলগ্ন এলাকায় নিজেদের নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন ইসরাইলী প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতেনইয়াহু বলছেন যে মধ্যপ্র্রাচ্য অত্যন্ত একটা স্পর্শকাতর সময় অতিক্রম করছে । ইসরাইল এই সংঘাতের অংশ হতে আগ্রহী নয় তবে ইসরাইলের বিরুদ্ধে হুমকি প্রতিরোধে প্রস্তুত। ও দিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ হেজবুল্লাহর আল মানার টেলিভিশনে বলেন ইসরাইলী সীমালংঘনের বিরুদ্ধে সিরিয়া অতীতে সরাসরি ব্যবস্থা নিয়েছে । জনগণের তরফ থেকে পরিস্কার চাপ রয়েছে গোলান অঞ্চলটিকে প্রতিরোধের জন্যে খুলে দিতে।
XS
SM
MD
LG