অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা জোরদার করলো সিরিয়ার সেনাবাহিনী


ফাইল ছবি, সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলিত আল বাব শহরে হামলা চালানোর পর, প্রাণভয়ে এক পিতা তার সন্তানকে নিয়ে পালিয়ে যাচ্ছেন ৬ই অগাস্ট, ২০২১ - এএফপি
ফাইল ছবি, সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলিত আল বাব শহরে হামলা চালানোর পর, প্রাণভয়ে এক পিতা তার সন্তানকে নিয়ে পালিয়ে যাচ্ছেন ৬ই অগাস্ট, ২০২১ - এএফপি


সামরিক বাহিনী, বিরোধী সূত্র এবং স্থানীয় লোকজন জানান, ইরান পন্থী মিলিশিয়া সমর্থিত, সিরিয়ার দুর্ধর্ষ সেনাবাহিনী, মঙ্গলবার জর্দানও ইসরাইল সীমান্ত বরাবর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিদ্রোহী ছিটমহল লক্ষ্য করে অভিযান জোরদার করেছে।

রাশিয়ার শান্তি পরিকল্পনা, যার মাধ্যমে দেরা আল বালাদে'র বিরুদ্ধে পরিপূর্ণ অভিযান প্রতিহত করার কথা ছিল, তা ব্যর্থ হলে, এ সপ্তাহের গোড়ার দিকে লড়াই তীব্র আকার ধারণ করে।২০১৮ সালে বাশার আল আসাদেরবাহিনী, দেরা প্রদেশ পুনর্দখল করলে, দেরা শহরের কেন্দ্রস্থল , রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কর্তৃত্ব অস্বীকার করেI

প্রত্যক্ষদর্শী ও সামরিক সূত্র জানায়, ইরানের অর্থপুষ্ট ,স্থানীয় মিলিশিয়ার সমর্থনে সিরিয়ার সামরিক বাহিনীর ইরানপন্থী চতুর্থ ডিভিশন, দেরা আল বালাদ লক্ষ্য করে স্থানীয়ভাবে প্রস্তুত কয়েক ডজন ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেI

সামরিক সূত্র থেকে জানানো হয়, সেনাবাহিনী স্থানীয় বিদ্রোহীদের যে দুর্গটি দুমাস ধরে ঘিরে রেখেছিলো, সোমবার সেখানে দেরা শহরের মধ্যাঞ্চলের বিরুদ্ধে চূড়ান্ত ভাবে অভিযান চালাতে আরোসেনা-শক্তি বৃদ্ধি করা হয় I এক দশক আগে, আসাদ পরিবারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, দেরা আল বালাদকে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভের জন্মস্থান বলে ধরা হয়I এসব প্রতিবাদ-বিক্ষোভ ছিল গণতন্ত্রপন্থী আরব বসন্ত উত্থানের অংশI ​

একটি পশ্চিমি গোয়েন্দা সূত্র জানায়, গোলাগুলির আওতায় থাকা হাজার হাজার পরিবার জর্দানসীমান্তবর্তী নিরাপদ এলাকায় পালিয়ে যেতে বাধ্য হন, যেখানে শরণার্থীদের সম্ভব্য নতুন ডেউয়ের আশংকায় জর্দানেরসেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছেI

XS
SM
MD
LG