সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালীদ আল মোয়াল্লেম , সিরিয়ার ১০ মাস স্থায়ি বিরোধি দলিয় অভ্যুত্থান অবসানের লক্ষে আরব লীগের গৃহিত সর্ব সাম্প্রতিক উদ্যোগের কঠোর বিরুপ সমালোচনা করেছেন এই বলে যে এটা সংকট পরিস্থিতিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে উপস্থিত করবার একটা ষড়যন্ত্র ।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মোয়াল্লেম বলেন – আরব লীগের অপর ২২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা , সিরিয়া এ পরিকল্পনাকে তার স্বার্বভৌমত্বের লংঘন বলে প্রত্যাখ্যান করবে ভেবে জেনেশুনেই এটা অনুমোদন করেছেন ।
রবিবার গৃহিত এ উদ্যোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা একজন সহকারীর কাছে হস্তান্তর করতে বলা হ’য়েছে এবং আরবীয় ও আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির লক্ষে দু’ মাসের ভেতরে জাতিয় একটি সরকার গঠনের জন্যে সুপারিশ করা হয়েছে ।