অ্যাকসেসিবিলিটি লিংক

সিরীয় সরকার ও বিরোধীদের মুখোমুখি আলাপ


সিরীয় সরকারের প্রতিনিধিরা এবং পশ্চিমিদের সমর্থিত বিরোধীরা সেখানকার তিন বছর ব্যাপী গৃহযুদ্ধ অবসানের লক্ষে আজ এক যৌথ বৈঠকে এই প্রথম স্বল্প সময়ের জন্যে পরস্পরের মুখোমুখি হলেন।

কর্মকর্তারা বলছেন যে জিনিভায় এই প্রথম অধিবেশন মাত্র ৩০ মিনিট স্থায়ী হয় এবং সেখানে কেবল মাত্র জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি ভাষণ দেন।

আরেকটি অধিবেশন আজই স্থানীয় সময়ে দুপুরে হওয়ার কথা যেখানে দু পক্ষই মানবিক বিষয় নিয়ে কথা বলবেন শুধু মাত্র মি ব্রাহিমির সঙ্গে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এডগার ভ্যাসকয়েয বলেন যে বিরোধীরা জিনিভায় তাদের সদিচ্ছা প্রদর্শন করেছে এবং গঠনমুলক ভাবে কাজ করার লক্ষ্য নিয়েই বৈঠকে যোগ দেয়।

যুক্তরাষ্ট্রের আরেকজন কর্মকর্তা বলেন যে নির্দোষ সিরিয়াবাসী যখন প্রাণ হারাচ্ছে , সরকার তখন ও খেলা করে চলেছে।
XS
SM
MD
LG