অ্যাকসেসিবিলিটি লিংক

সহিংসতার অবসানে সহযোগিতার আশ্বাস কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমক্র্যাটিক কাউন্সিলের


কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমক্র্যাটিক কাউন্সিল বা এসডিসি সিরিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বলছে যে তারা সে দেশে সাত বছর ধরে চলে আসা সহিংসতার অবসান ঘটাতে সরকারের সঙ্গে সহযোগিতা করে যাবে।

দামেস্কে ঐ বৈঠক শেষে আজ এসডিসি বলেছে যে একটি গণতান্ত্রিক ও স্বায়ত্বশাসিত সিরিয়া প্রতিষ্ঠার পথচিত্র তৈরির ব্যাপারে তাঁরা একত্রে কাজ করতে রাজি হয়েছেন।

এটি ছিল সিরিয়ার রাজধানীতে এসডিসির প্রথম ঘোষিত সফর যাতে এই আভাস পাওয়া যায় যে কুর্দি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখতে চায় । এসডিসি সিরিয়ার ভেতরে তাদের নিজস্ব অঞ্চলের স্বায়ত্বশাসন সংরক্ষণের জন্যে আসাদ সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় পৌঁছুতে চায়।

কুর্দি কর্তৃপক্ষ , যারা কী না সিরিয়ার এক চতুর্থাংশ নিয়ন্ত্রণ করে, তারা সাত বছর ব্যাপী এই লড়াইয়ের সময়ে আসাদের সঙ্গে সংঘাত এড়িয়ে গেছে এবং কখনো কখনো , বিদ্রোহীসহ অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। ঐ সব বিদ্রোহীকে সরকারি বাহিনী রাশিয়া ও ইরানের সাহায্যে ক্রমশই পরাস্ত করছে।

XS
SM
MD
LG