অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার প্রধানমন্ত্রী বিরোধী পক্ষে যোগ দিলেন


সিরিয়ার প্রধানমন্ত্রী রিয়াদ হাজিব তাঁর দায়িত্ব গ্রহণের দু মাসের মধ্যেই সরকার পক্ষত্যাগ করে বলেছেন যে তিনি বাশার আল আসাদের বিরোধীদের সঙ্গে যোগ দিচ্ছেন।

সোমবার আল জাজিরা টেলিভিশনে তার নামে পাঠ করা এক বিবৃতিতে বলা হয় যে রিয়াদ হাজিব বলেন যে তিনি এই ঘাতক এবং সন্ত্রাসী সরকার ত্যাগ করছেন। বিবৃতিতে আরও বলা হয় যে তিনি এবং তাঁর পরিবার নিরাপদ স্থানে রয়েছেন। জর্দানী কর্মকর্তারা জানাচ্ছেন যে তিনি জর্দানে চলে গেছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে মি হাজিবকে তারা বরখাস্ত করেছে এবং তার সহকারী ওমর ঘালাওয়ানজিকে প্রধানমন্ত্রী করা হয়েছে।

এই সংবাদের কয়েক ঘন্টা আগে রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম জানায় যে দামেস্ক’এ রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রে একটি বোমা বিস্ফোরিত হলে কয়েক জন প্রাণ হারান। তবে ঐ বিস্ফোরণের পরও ঐ কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হতে থাকে। ভবনটির তৃতীয় তলা বিধ্বস্ত হয়।

একটি সরকার পন্থি ব্যক্তি মালিকানাধীন টেলিভিশন, যারা নিজেরাও জুনে আক্রান্ত হয়েছিল , তারা এই বিস্ফোরণের দৃশ্য প্রচার করে।

এ দিকে সিরিয়ার বিরোধী সক্রিয়বাদীরা উত্তরের আলেপ্পো শহরে আজ সোমবারও সরকারী বাহিনীর অব্যাহত আক্রমণের কথা জানায়।
XS
SM
MD
LG