অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার আল-আসাদ তৃতীয়বারের মত নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন


প্রেসিডেণ্ট বাশার-আল-আসাদ
প্রেসিডেণ্ট বাশার-আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার-আল-আসাদ তৃতীয়বারের মত ৭ বছর মেয়াদের প্রেসিডেণ্ট পদের জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। সোমবার সংসদের স্পীকার টেলিভিশনে এই ঘোষণা দেন। প্রেসিডেণ্ট আসাদ ২০০০ সাল থেকে ক্ষমতায় আছেন। ২০০৭ সালে তিনি দ্বিতীয়বারের মত নির্বাচনে বিজয়ী হন। ঐ নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়েছিলেন। অবশ্য নির্বাচনে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী।

প্রেসিডেণ্ট নির্বাচনের প্রতিদ্বন্দীরা গত সপ্তাহে রেজিস্টার করা শুরু করেছেন। জুন মাসের ৩ তারিখ ঐ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিঃ আসাদের সরকার, সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলা করছেন। ২০১১ সালের মার্চে এক শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে এর সূত্রপাত হলেও অচিরেই তা গৃহযুদ্ধের রূপ নেয়। এই গৃহযুদ্ধে দেড় লক্ষ মানুষের প্রাণহানি হয়। এবং প্রায় ৬৫ লক্ষ মানুষ গৃহহীন অবস্থায় আছে।
XS
SM
MD
LG