অ্যাকসেসিবিলিটি লিংক

মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভী বিশ্ব এজতেমায় অংশ নেবেন না


Devotees pray together during "Bishwa Ijtema", the world congregation of Muslims, on the banks of the Turag river in Tongi near Bangladesh's capital Dhaka, Jan. 10, 2016.
Devotees pray together during "Bishwa Ijtema", the world congregation of Muslims, on the banks of the Turag river in Tongi near Bangladesh's capital Dhaka, Jan. 10, 2016.

ভারতের দিল্লী ভিত্তিক বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ নেতা মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভী বিশ্ব এজতেমায় অংশ নেবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার ঢাকায় তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষের সাথে বৈঠক শেষেস্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন সুবিধা মতো সময়ে মাওলানা মোহাম্মদ সাদ বাংলাদেশ ত্যাগ করবেন এবং এই সময়ে তিনি কাকরাইল মসজিদে অবস্থান করবেন।

টঙ্গীতে বিশ্ব এজতেমা যথাসময়ে এবং শান্তিপূর্ণ ভাবে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাওলানা মোহাম্মদ সাদের বিতর্কিত কিছু বক্তব্যকে কেদ্র করে বুধবার তাঁর বিশ্ব এজতেমায় অংশ নেওয়া ঠেকাতে বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেন তাবলিগ জামাতের একটি অংশ। বৃহস্পতিবারও তাবলীগ জামাতের একাংশ সন্ধ্যার মধ্যে মাওলানা সাদকে দিল্লিতে ফেরত পাঠানোর দাবিতে তোপখানা এলাকায় বিক্ষোভ করেছে।

উল্লেখ্য, শুক্রবার থেকে টঙ্গিতে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী বিশ্ব এজতেমার প্রথম পর্ব।
এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG