অ্যাকসেসিবিলিটি লিংক

আবারো প্রতিবাদ মুখর মিশরের তাহরিয়ার স্কয়ার


শুক্রবার মিশরে বিক্ষোভের পর, সারা শহর জুড়ে পুলিশের চেক পয়েন্ট বসানো হলে, শনিবার সকালে রাস্তায় গাড়ি চলাচল বিঘ্নিত হয় I আগেকার বিক্ষোভের কেন্দ্রস্থল, তাহরিয়ার স্কয়ারে শুক্রবার প্রতিবাদ-বিক্ষোভের পর, শত শত সশস্ত্র সেনা ও পুলিশ অফিসারদের দাঙ্গা এড়াতে স্কয়ারটি টহল দিতে দেখা যায় I মিশরে তাহরিয়ার স্কয়ারে বিগত বিক্ষোভের জেরে প্রাক্তন দুই প্রেসিডেন্ট, হোসনি মুবারক এবং মুহাম্মদ মোরসিকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছিল I মিশরের অন্ততঃ তিনটি শহরে বিক্ষোভের সময় জনগণ স্লোগান তোলেন, "সিসি'র পতন হোক"এবং"জনগণ এই শাসনের অবসান চায়"I

স্পেনে বসবাসরত একজন প্রাক্তন কন্ট্রাক্টর এবং অভিনেতা, মোহাম্মদ আলী প্রেসিডেন্ট সিসি কে দোষারোপ করে ভিডিওতে পোস্ট করলে এই বিক্ষোভের সূত্রপাত ঘটে I মিশরের সামরিক বাহিনী কর্তৃক অসৎ এবং নীতি-বিবর্জিত ব্যবসার মাধ্যমে কোটি কোটি মিশরীয় পাউন্ড আত্মসাতের অভিযোগ আনা হয়েছে I

XS
SM
MD
LG