অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ান ও চীনের মধ্যেকার সামরিক উত্তেজনা বাড়ছে 


তাইওয়ানের প্রেসিডেন্ট, ছাই ইং ওয়েন, তাদের জাতীয় দিবসে বেইজিংয়ের সঙ্গে অর্থবহ সংলাপের আবেদন জানানোর পর, চীন, বৃহৎ আকারের 'দ্বীপ আগ্রাসী' অভিযানের মহড়া দেয়I চায়না সেন্ট্রাল টেলিভশন বা CCTV 'রখবর অনুযায়ী, শনিবারের ভান করা রাত্রিকালীন অভিযান মহড়ায় ব্যবহার করা হয় ড্রোন এবং বিভিন্ন স্থান থেকে বিশেষ ও আকাশ বাহিনীর সেনাদের অংশগ্রহণI

সাম্প্রতিক বছরগুলিতে এই প্রথমবার, চীনের সংবাদ মাধ্যমে তাইওয়ানে সামগ্রিক সামরিক অভিযানের অবতরণের 'সিমুলেশন' বা ভান করা ছবি প্রদর্শিত হয়I
বেইজিংয়ের যুদ্ধবিমান প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চলেছে ; আর সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে দুটি দেশের সামরিক উত্তেজনা, সম্প্রতি সপ্তাহগুলিতে যা চরম আকার ধারণ করেI

XS
SM
MD
LG