অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রাক্কালে প্রেসিডেন্ট এরদোয়ানের হুঁশিয়ারি


তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন,যে,যুক্তরাষ্ট্র যদি F-35 জঙ্গি বিমানের ক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে না নেয়, তবে মস্কো'র সঙ্গে তারা সামরিক সম্পর্ক আরো জোরদার করবে I আগামী সপ্তাহে দু দেশের প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের প্রাক্কালে এই হুঁশিয়ারি দেয়া হোল I তুরস্ক ইতিমধ্যেই রাশিয়ার সর্বাধুনিক SU-35 বোমারু বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে I তুরস্ক এর আগে রাশিয়া থেকে যে, S-400 মিসাইল ব্যবস্থা সংগ্রহ করে,তা পশ্চিমী দেশগুলির কাছে ইতিমধ্যেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে I

তবে প্রেসিডেন্ট এরদোয়ান এমন ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ার জঙ্গি বিমান ক্রয়ের চুড়ান্ত সিদ্ধান্ত এখনো যুক্তরাষ্ট্রের কাছে I তাই তিনি F-35 ক্রয়ের বিষয়টি নিষেধাজ্ঞামুক্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আওভান জানান I

XS
SM
MD
LG