সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে, মুসলিমদের শরিয়তী বিধিতে যে তিনবার তালাক উচ্চারণ করলেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তা কি বৈধ? এ প্রশ্ন তুলে একটি মামলা করেছে কয়েকটি মুসলিম মহিলা সংগঠন। আবার, বিভিন্ন মুসলিম সংগঠনের দাবি, এটাই তো শরিয়তী বিধি। আর, সরকারের কোনও অধিকার নেই মুসলিম ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করবার।
এর জবাবে ভারত সরকার যা যুক্তি সাজাচ্ছে, তা হল, ভারতীয় সংবিধান অনুসারে সব নাগরিকের যে মৌলিক সমানাধিকার রয়েছে, তা লঙ্ঘিত হচ্ছে শরিয়তী বিধি অনুযায়ী চলতে গেলে।। বিশেষত, তিন তালাক দিয়ে বিয়ে ভাঙার অর্থ মুসলিম মহিলাদের সমানাধিকারের অধিকার লঙ্ঘন করা। খোদ সৌদি আরব বা পাকিস্তানের মত ঘোর মুসলিম দেশে যদি বিবাহ বিচ্ছেদ বিষয়ে সরকার স্বতন্ত্র আইন করে থাকতে পারে, ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ কেন শরিয়তী বিধির নিগড়ে বন্দী থাকবে? সরকার শীর্ষ আদালতের সামনে এ কথাও বলবে, মুসলিমদের জন্য পৃথক বিবাহ আইন প্রণয়ন মানে কোনও অভিন্ন দেওয়ানী বিধি চাপিয়ে দেওয়া নয়।