তালিবানদের সঙ্গে আলোচনায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন কূটনীতিক স্পষ্ট করেই জানিয়েছেন যে, শান্তির প্রয়াস এগিয়ে নিয়ে যেতে বিদ্রোহী তালিবানদের অবশ্যই আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে I শীর্ষ কূটনীতিক,জালমে খলিলজাদ বলেছেন শান্তির এই যাত্রায় তালিবানদের অবশ্যই আলোচনায় বসতে হবে I তিনি বলেন, এ ব্যাপারে আঞ্চলিক নেতারাও ঐক্যমত ব্যক্ত করেছেন I গত বছর থেকেই এই শান্তির উদ্যোগ বার বারই থমকে দাঁড়িয়েছে তালিবানদের তরফে আফগান সরকারের সঙ্গে বৈঠকে না বসার কারণে I
তবে বিদ্রোহী তালিবানরা আমেরিকানদের সঙ্গে বৈঠকে বসেছে বহুবার I