অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান হামলায় ১১জন আফগান  সেনা নিহত 


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এক নিরাপত্তা চৌকিতে তালিবান বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত ১১জন সরকারী নিরাপত্তা সেনাকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে হিরাত প্রদেশের শিনদান্দ শহরে ঐ আক্রমণ হয়। শিনদান্দ ইরান সীমন্ত সংলগ্ন একটি শহর।

শিনদান্দের গভর্ণার শুক্রুল্লা শাকের ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, বিদ্রোহীদের অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর চার জন সদস্য আহত হয়েছে। তিনি বলেন, শহরের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান সাইদ শরাফুদ্দিন আলাউয়ি ঐ হামলায় প্রাণ হারান।

তালিবান মুখপাত্র যাবিউল্লহ মুজাহিদ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, শিনদান্দ শহরে হামলায় ২০জনেরও বেশি আফগান নিরাপত্তা সেনা নিহত হয়েছে এবং চারটি হামভি সামরিক যান তারা দখল করে নিয়ে গিয়েছে।

এর আগে তালিবান আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গাজনী প্রদেশের ডিষ্ট্রিক গভর্ণার এবং ৭জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

XS
SM
MD
LG