আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে আজ তালিবান বাহিনী দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ঝটিকা আক্রমণ চালিয়ে অন্তত ৪৩ জন সৈন্যকে হত্যা করেছে।
কান্দাহারের ঐ ঘাঁটিতে ভোর বেলাকার হামলায় নয় জন সৈন্য আহত হয় এবং আরো ছ জন নিখোঁজ রয়েছে। মন্ত্রক বলছে যে দশ জন তালিবান আক্রমণকারিকে হত্যা করা হয়। এই হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে তালিবান বলছে যে তারা ৬০ জন সৈন্যকে হত্যা করেছে। এই হামলার শুরুতে আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করা হয় এবং তার পর একদল বন্দুকধারী ঐ ঘাঁটির ভেতর জোর করে প্রবেশ করে।
এ সপ্তায় এ নিয়ে এই তৃতীয়বারের মতো আফগানিস্তানের নিরাপত্তা স্থাপনার উপর হামলা হলো। মঙ্গলবার পুর্বাঞ্চলীয় শহর গার্দেজে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ৫২ জন প্রাণ হারায় এবং ঐ একই দিন দক্ষিণের গজনিতে হামলা চালানো হয়।