অ্যাকসেসিবিলিটি লিংক

কুন্দুজের প্রধান সরকারি ভবনগুলি এখন তালিবানের নিয়ন্ত্রণে


কুন্দুজের প্রধান স্কয়ারে উত্তোলিত হয়েছে তালিবান পতাকা
৮ই অগাস্ট, ২০২১-এপি
কুন্দুজের প্রধান স্কয়ারে উত্তোলিত হয়েছে তালিবান পতাকা ৮ই অগাস্ট, ২০২১-এপি

রবিবার, প্রাদেশিক সংসদের একজন আইনপ্রণেতা জানান, তালিবান যোদ্ধারা উত্তর-পূর্বাঞ্চলীয় আফগান শহর কুন্দুজের কতগুলি শীর্ষ সরকারি ভবন কব্জা করে নিয়েছে। সরকারী সেনা এখনও বিমানঘাঁটি ও তাদের নিজস্ব ঘাঁটির নিয়ন্ত্রণ করছেI সাম্প্রতিক দিনগুলিতে তালিবানের অভিযান তীব্রতর হয়, যখন যুক্তরাষ্ট্র আগস্টের শেষে তাদের মিশন পরিসমাপ্তির ঘোষণা দেয়I

শুক্রবার তালিবান বিদ্রোহীরা অনেক বছর পর প্রথমবারের মত কোনো প্রদেশের রাজধানী, জারঞ্জ দখল করে নেয় । এটি ইরান সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী। শনিবার উত্তরাঞ্চলীয় জওযান প্রদেশের সহকারী গভর্নর জানান যে, রাজধানী, শেবেরগানের শহরতলি এখন তালিবানদের হামলায় মুখে পড়েছেI

তবে কুন্দুজের একজন প্রাদেশিক আইনপ্রণেতা রয়টার মাধ্যমকে জানান, ২,৭০,০০০ মানুষের শহর কুন্দুজের গুরুত্বপূর্ণ ভবনগুলি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় আশংকা বাড়ছে যে কুন্দুজই হয়তোবা হতে চলেছে তালিবানের কাছে চলে যাওয়া সর্বশেষ শহরI

রয়টার্স

XS
SM
MD
LG