অ্যাকসেসিবিলিটি লিংক

কুন্দুজের বেশির ভাগ এলাকা তালিবানের নিয়ন্ত্রণে, তবে সরকারি পক্ষের পাল্টা হামলার দাবী


কুন্দুজে তালিবান জঙ্গিদেরকে সঙ্গে লড়াইরত আফগান কমান্ডো বাহিনী, ফাইল ছবি, ২২শে জুন, ২০২১-রয়টার্স
কুন্দুজে তালিবান জঙ্গিদেরকে সঙ্গে লড়াইরত আফগান কমান্ডো বাহিনী, ফাইল ছবি, ২২শে জুন, ২০২১-রয়টার্স


তালিবান যোদ্ধারা কুন্দুজ শহরের বেশির ভাগ এলাকা দখল করে নিয়েছে, তৎসহ রবিবার কয়েক দিনের ভয়াবহ লড়াইয়ের পর, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার ও সার এ পুল প্রদেশের রাজধানী কব্জা করে নেয়I কুন্দুজের শত শত পরিবার সবকিছু পরিত্যাগ করে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যানI সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ভীতসন্ত্রস্ত লোকজনকে ছুটাছুটি করতে দেখা যায়, যখন শহরের বহু এলাকা জ্বলছিল, আকাশ আচ্ছন্ন হয়েছিল কালো ধোঁয়ায়I

শহর থেকে পালিয়ে আসা বাসিন্দা, ফরিদ ভয়েস অব আমেরিকাকে জানান, তালিবানের হামলার পর দুদিন ধরে জনগণের অবস্থা ছিল দুর্দশাগ্রস্তI দোকানপাট জ্বালিয়ে দেয়া হয় এবং শহর বন্ধ রাখা হয়I তিনি বলেন, লড়াই এখনো চলছে, আমাদের জন্য নেই কোনো খাদ্য বা পানীয়I
.
তালিবানের দাবি, তারা শহরটি দখল করে নিয়েছে, অন্যদিকে আফগান সরকার জানায়, তারা পাল্টা আক্রমণ চালিয়েছেI আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র, মীর ওয়াইজ স্টানিকজাই বলেন, আফগান জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে কুন্দুজে সফল অভিযানে নিয়োজিত হয়েছে, শহরের বহু এলাকা পুনরুদ্ধার করা হয়েছে এবং লড়াইয়ে বহু সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বা তারা আহত হয়েছেI

XS
SM
MD
LG