অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী গজনী এখন তালিবানের দখলে


তালিবান যোদ্ধারা কাবুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানীতে টহল দিচ্ছে ।
(এপি)
তালিবান যোদ্ধারা কাবুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানীতে টহল দিচ্ছে । (এপি)

তালিবান আজ বৃহস্পতিবার কাবুলের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। আমেরিকান সামরিক মিশন শেষ হবার মাত্র কয়েক সপ্তাহ আগে , এই গত এক সপ্তাহ ধরে বিদ্রোহীরা তাদের দখল অভিযানে এই নিয়ে ১০ম প্রাদেশিক রাজধানী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।

তালিবান আজ বৃহস্পতিবার কাবুলের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। আমেরিকান সামরিক মিশন শেষ হবার মাত্র কয়েক সপ্তাহ আগে , এই গত এক সপ্তাহ ধরে বিদ্রোহীরা তাদের দখল অভিযানে এই নিয়ে ১০ম প্রাদেশিক রাজধানী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।

গজনী দখল করার কারণে দেশের দক্ষিনাঞ্চলের প্রদেশগুলোর সঙ্গে আফগন রাজধানী সংযোগকারি মহাসড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে । কাবুল যদিও সরাসরি হুমকির সম্মুখীন নয় , গজনীকে হারানোর অর্থ হচ্ছে বিদ্রোহী তালিবানের অবস্থান আরও শক্ত হয়েছে । তালিবান এখন প্রায় আফগানিস্তানের দুই-তৃতীয়াংশের উপর তাদের নিয়ন্ত্রণ স্থাপন করেছে এবং হাজার হাজার লোক তাদের বাসস্থান ছেড়ে পালিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা বিভাগের এক মূল্যায়নে এমন আভাস দেওয়া হয়েছে যে ৩০ দিনের মধ্যেই কাবুলের উপরও বিদ্রোহীদের চাপ বৃদ্ধি পাবে এবং বর্তমান ধারা অব্যাহত থাকলে কয়েক মাসের মধ্যেই তালিবান গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।

এ দিকে আজ বৃহস্পতিবারই তালিবান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি প্রাদেশিক রাজধানীতে পুলিশের সদর দপ্তর দখল করে নিয়েছে । তালিবানের কেন্দ্রস্থল হেলমান্দ প্রদেশের লাশকার গাহ শহরে সরকারি বাহিনীকে ঘিরে ফেলা হয়।

তালিবানের এই দখল-অভিযানের কারণে এ রকম আশংকা দেখা দিয়েছে যে তালিবান সে দেশে আবার নৃশংস শাসন ব্যবস্থা কায়েম করবে। এরই মধ্যে নারীদের উপর নিপীড়নমূলক নিষেধাজ্ঞা এবং প্রতিশোধ নেওয়ার জন্য হত্যার খবরও পাওয়া যাচ্ছে।

এই কয়দিন ধরে চলে আসা লড়াই সম্পর্কে আফগান নিরাপত্তা বাহিনী এবং সরকারের কাছে বার বার মন্তব্য চাওয়া সত্ত্বে তাদের তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।

.

XS
SM
MD
LG