অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধীদের এলাকা দখলের দাবি তালিবানের


আহমেদ মাসুদের অনুগত মিলিশিয়া বাহিনী পাঞ্জশির প্রদেশে প্রশিক্ষণ নিচ্ছেন, ফাইল ছবি, ৩০শে অগাস্ট, ২০২১ - এপি
আহমেদ মাসুদের অনুগত মিলিশিয়া বাহিনী পাঞ্জশির প্রদেশে প্রশিক্ষণ নিচ্ছেন, ফাইল ছবি, ৩০শে অগাস্ট, ২০২১ - এপি


শনিবার তালিবান গোষ্ঠী দাবি করে যে, তাদের বাহিনী উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যাকার কয়েকটি শহর দখল করে নিয়েছে। পাঞ্জশিরই হচ্ছে এই ইসলামী গোষ্ঠির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সর্বশেষ প্রদেশ।

তালিবান কর্মকর্তারা জানান, কয়েক দিন ধরে তারা রাত্রিকালীন অভিযান চালিয়ে প্রাদেশিক রাজধানী, বাজারাক'এর কাছাকাছি অনাবাতে গিয়ে পৌঁছায়I

ইতালি ভিত্তিক দাতব্য সংস্থা "ইমার্জেন্সি" নিশ্চিত করেছে যে তালিবান 'অনাবাতে' পৌঁছেছে I বেসরকারি এই প্রতিষ্ঠানটি যারাওই এলাকায় একটি চিকিৎসা কেন্দ্র চালাচ্ছে জানায়, যে তাদের প্রতিষ্ঠানে কিছু সংখ্যক আহত লোক ভর্তি হয়েছে।

তালিবান গোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখানো হয়েছে হালকা ধরণেরপাহাড়ে ব্যবহার করার মতো সাঁজোয়া বন্দুকও অন্যান্য অস্ত্রের ছবি । তালিবান দাবি করছে তারা সশস্ত্র প্রতিরোধ বাহিনীর কাছথেকে এ গুলো আটক করেছে।তালিবান কর্মকর্তারা বলছেন বাজারাক যাবার পথে মাইন পোতা থাকার জন্য তাদের অগ্রযাত্রা মন্থর হয়ে পড়েছে।

অন্যদিকে বিরোধী, “ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট" বা NRF শনিবার জানায় যে তারা শত্রুদের পিছে হটিয়ে দিয়েছে, তবে তারা তালিবানের কাছে তাদের কিছু এলাকা হারানোর কথা স্বীকার করে এবং জানায় দুই পক্ষেরই লোকজন হতাহত হয়েছেI

NRF 'র মুখপাত্র,ফাহিম দাশটি টুইটারেবলেন, “দালাসং এলাকায় শত্রুদের পরাজিত করা হয়েছেI আমাদের অভিজ্ঞ ও নতুন জওয়ানরা সম্মুখ সমরে উপস্থিত রয়েছে”।

পাঞ্জশির উপত্যকাটি তাজিক সংখ্যালঘু সম্প্রদায়ের বাসস্থান, পর্বত ঘেরা এই প্রদেশটি রাজধানী কাবুলের উত্তরে অবস্থিতI তালিবান গোষ্ঠী আচমকা দ্রুত অভিযান চালিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ৩৩টি দখল করে নেয় এবং ১৫ই অগাস্ট কাবুল দখল করে তাদের সামরিক অভিযান সম্পন্ন করেI

XS
SM
MD
LG