তালিবান কতৃপক্ষ রবিবার আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলির প্রতি নির্দেশ জারি করে জানায় যে,মহিলা শিল্পী দেখানো হয় এমন 'সোপ অপেরা" বা বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার বন্ধ করতে হবে এবং তালিবান গ্ৰুপটির ইসলামী চিন্তাধারা অনুযায়ী, ইসলামী আইন বা শরিয়া মোতাবেক মহিলা সাংবাদিকদের অবশ্যই হিজাব পরিধান করতে হবেI
মহিলাদের অধিকার খর্ব করতে কট্টরপন্থী গ্ৰুপটির সর্বশেষ পদক্ষেপের ইঙ্গিতস্বরূপ, নৈতিক উৎকর্ষতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে তালিবান মন্ত্রক কতৃক জারিকৃত ৮ দফা নির্দেশাবলীর অংশ হিসাবে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছেI এছাড়াও নির্দেশাবলীতে জানানো হয় যে, ছায়াছবি ও নাটকে মহিলা অভিনেত্রীরা অংশগ্রহণ করতে পারবেন নাI এছাড়াও নতুন নীতি অনুযায়ী টেলিভিশন স্টেশনগুলিকে বুক থেকে হাটু পর্যন্ত ঢাকা নয়, এমন অশ্লীল পুরুষ শিল্পীদের প্রদর্শন বন্ধের নির্দেশ দেয়া হয়েছেI
মন্ত্রণালয় তাদের নির্দেশনার পক্ষ সমর্থন করে জানায় যে, অনৈতিকতার প্রসার এবং শরিয়া নীতি ও আফগান মূল্যবোধের পরিপন্থী ভিডিও সম্প্রচার বন্ধের লক্ষ্যে তারা এই সিদ্ধান্ত নিয়েছেনI কাবুলে অবস্থিত টেলিভিশন নেটওয়ার্কের প্রতিনিধিদের অনুষ্ঠান প্রচারের সময় এসব নির্দেশাবলী মানার নির্দেশ দেয়া হয়েছেI
মন্ত্রণালয় জানায়, যেসব বিদেশী এবং স্থানীয়ভাবে নির্মিত ছায়াছবি আফগানিস্তানে বিদেশী কৃষ্টি বা ঐতিহ্যের উন্নয়ন এবং অনৈতিকতার প্রসার ঘটাবে, সেগুলিকে প্রচার করা যাবে নাI
এছাড়াও, তাদের নির্দেশনা মোতাবেক, যেসব ব্যঙ্গাত্মক অনুষ্ঠান মানুষের মর্যাদা হরণ করে বা তা অপমানজনক, সেসব অনুষ্ঠান নিষিদ্ধ করা হবেI
নৈতিক পুলিশ দপ্তর ১৯৯৬ থেকে ২০০১ সাল নাগাদ পূর্বেকার তালিবান প্রশাসনে বহাল ছিল, যারা নিষ্ঠুরভাবে মৌলিক মানবাধিকার ভঙ্গ কোরে এসব নিষেধাজ্ঞা আরোপ করেI সে সময়েলঙ্ঘনের অন্তর্ভুক্ত ছিল যে ঘনিষ্ট পুরুষ আত্মীয় ছাড়া মহিলারা ঘর থেকে বেরোতে পারবেন না এবং মহিলাদের শিক্ষাগ্রহণ নিষিদ্ধ I
তালিবান নৈতিক পুলিশ বাহিনী যেসব মহিলা তাদের কব্জি, হাত বা গোড়ালি উন্মুক্ত রাখতেন এবং নিকট পুরুষ আত্মীয় ছাড়া ঘর থেকে বেরোতেন, তাদের প্রকাশ্যে মারধর করতোI তাদের সেই দুর্ব্যবহার সেসময়ে আফগানিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলেI