অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান আফগানিস্তানের সরকারী প্রচার মাধ্যমের প্রধানকে হত্যা করেছে


আফগানিস্তানে পার্লামেন্ট ভবনে পাহারারত একজন স্নাইপার
২রা অগাস্ট, ২০২১ -রয়টার্স .
আফগানিস্তানে পার্লামেন্ট ভবনে পাহারারত একজন স্নাইপার ২রা অগাস্ট, ২০২১ -রয়টার্স .

আফগান মন্ত্রক থেকে জানানো হয়েছে তালিবান গোষ্ঠী শুক্রবার, আফগান সরকারের সংবাদ -মাধ্যম অনুসন্ধান কেন্দ্রের প্রধানকে রাজধানীর একটি মসজিদে গুলি করে হত্যা করেছেI বর্ধিত বিমান হামলার জবাবে তালিবান গোষ্ঠী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করবে এমন হুঁশিয়ারি দেয়ার কয়েক দিন পরেই এই হামলা চালানো হয়I স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র, মীর ওয়াইস স্টানিকজাই, দাওয়া খান মেনাপাল'র মৃত্যুপ্রসঙ্গেবলেন, দুঃখজনক এই যে, বর্বর সন্ত্রাসীরা এমন দেশপ্রেমিক একজন আফগানকে হত্যা ও তাকে শহীদ করে আরো একটি কাপুরোষিত কাজ করেছেI

তালিবান গোষ্ঠী এই হত্যার কৃতিত্ব দাবি করেছে এবং তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা মাধ্যমকে জানান, “মুজাহিদিনের বিশেষ একটি হামলার মাধ্যমে তাঁকে হত্যা করা হয়”I মে মাস থেকে আফগানিস্তানের দীর্ঘকালীন সংঘাত আরো বৃদ্ধি পায়, যখন বিদেশী সেনাদলের প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে আসে। এই প্রত্যাহার প্রক্রিয়া এ মাসের শেষে সম্পন্ন হওয়ার কথাI তালিবান জঙ্গিদল ইতিমধ্যেই গ্রামাঞ্চলের একটি বিরাট অংশ তাদের নিয়ন্ত্রণে এনে ফেলেছে এবং বর্তমানে বিভিন্ন বড় বড় শহরে মোতায়েন থাকা আফগান সরকারি সেনাদের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছেI

আফগান প্রতিরক্ষা মন্ত্রীকে প্রাণনাশের চেষ্টার পর তিনি বেঁচে গেলে,তালিবান জঙ্গিরা বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে যে, আরো সরকারি নেতাদের তারা লক্ষ্যবস্তু করতে চলেছেI

(এএফপি)

XS
SM
MD
LG