অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানকে আফগান রাজনৈতিক আপোষ আলোচনায় যুক্ত হতে হবে : নেওয়াজ শরীফ


আফগানিস্তানে ১২ বছর ধরে চলে আসা সংঘাত নিরসনের লক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ , তালিবান বিদ্রোহীদের রাজনৈতিক আপোষ আলোচনার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার লন্ডনে মি শরিফ বলেন যে ঐক্যকে উৎসাহিত করার জন্যে তালিবানের উচিৎ হবে আফগানিস্তানের High Peace Council এর সঙ্গে আলোচনায় বসা। তিনি বলেন যে দেশটিতে স্থিতিশীলতা তখনই ফিরে আসবে যখন এই প্রক্রিয়ার সঙ্গে সকলেই সম্পৃক্ত হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন , আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যে বৈঠকের আয়োজন করেছেন বুধবার তার প্রাক্কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সব বক্তব্য রাখলেন।
অফগানিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে আলোচনার টেবিলে আনার লক্ষে মি ক্যামেরন গত বছর এই ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের উদ্যোগ নেন।
XS
SM
MD
LG