অ্যাকসেসিবিলিটি লিংক

উদ্ধারকারী বিমান উড়তে বাধা দিল তালিবান


যুক্তরাষ্ট্র ও অন্য নিরাপদ স্থানে যেতে অপেক্ষমান আফগানিস্তানের জনগণ, ১লা সেপ্টেম্বর, ২০২১-এপি
যুক্তরাষ্ট্র ও অন্য নিরাপদ স্থানে যেতে অপেক্ষমান আফগানিস্তানের জনগণ, ১লা সেপ্টেম্বর, ২০২১-এপি

রবিবার কর্মকর্তারা জানান, তালিবান আফগানিস্তান দখলের পর, শত শত লোক, যারা আফগানিস্তান ছেড়ে চলে যেতে চান, তাদের উদ্ধারের নিমিত্ত অন্তত ৪টি ভাড়া করা বিমান কয়েকদিন ধরে আফগানিস্তান ত্যাগ করতে পারে নি I যারা পালাতে চান যুক্তরাষ্ট্র কেন তাদের সাহায্য করেনি, সে ব্যাপারে যখন চাপ বৃদ্ধি পাচ্ছে, তখন এসব ফ্লাইট কেন আফগানিস্তান ত্যাগ করলো না, এ ব্যাপারে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে I

উত্তরাঞ্চলীয় শহর, মাজার ই শরীফের বিমানবন্দরে একজন আফগান কর্মকর্তা বলেন, এসব যাত্রীরা বেশির ভাগই আফগান নাগরিক, যাদের অনেকেরই পাসপোর্ট বা ভিসা নেই, তাই তারা দেশ ত্যাগ করতে পারেন নি I পরিস্থিতি নিরসনকালে এসব যাত্রীরা বিমানবন্দর ছেড়ে চলে যান I

যুক্তরাষ্ট্রের হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি'র একজন শীর্ষ রিপাবলিকান যদিও জানান, এই গ্ৰুপে আমেরিকানরাও ছিলেন, যারা প্লেনে আসন নিয়েছিলেন, তবে তালিবান তাদেরকে যেতে দেয় নি, কার্যত তাদেরকে "জিম্মি করে রেখেছিলো"Iএই তথ্যের সূত্র কি তা তিনি জানান নি Iতাৎক্ষণিকভাবে তা মূল্যায়ন করা যায় নিI

আফগানিস্তানে আমেরিকার ২০ বছরের লড়াই অবসানের চূড়ান্ত দিনগুলি কাবুল বিমানবন্দর থেকে হাজার হাজার মানুষের লোমহর্ষক উদ্ধার তৎপরতার জন্য চিহ্নিত হয়ে থাকবে, যে উদ্ধার তৎপরতায় অন্তর্ভুক্ত ছিলেন আমেরিকান ও তাদের মিত্ররা, যারা জানতেননা তাদের ভাগ্যে কি আছে,তালিবানের অত্যাচারের যে ইতিহাস রয়েছে, বিশেষ করে মহিলাদের প্রতি, সেই প্রেক্ষাপটে।৩০শে অগাস্ট আমেরিকা শেষ সেনা প্রত্যাহারের পর, অনেককেই উদ্ধার করা সম্ভব হয় নিI

যুক্তরাষ্ট্র সরকার, যারা দেশ ত্যাগ করতে চান, তাদের বের করে আনতে নতুন তালিবান নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং জঙ্গিরাও প্রতিশ্রুতি দিয়েছে যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র থাকবে, তারা দেশ ত্যাগ করতে পারবে I তবে টেক্সাস রাজ্যের রিপাবলিকান প্রতিনিধি, মাইকেল ম্যাককল "ফক্স নিউজ সানডে" অনুষ্ঠানে বলেন, ৬টি প্লেনে আমেরিকান নাগরিক ও আফগান দোভাষীদের দেশ ত্যাগ করতে দেয়া হয় নিI

এপি

XS
SM
MD
LG