অ্যাকসেসিবিলিটি লিংক

নরওয়েতে তালিবানের সাথে বিভিন্ন পক্ষের আলোচনা শুরু 


অসলোর উদ্দেশ্যে রওনা হবার আগে কাবুল এয়ারপোর্টে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিবান মুখপাত্র আব্দুল কাহার বালখি এবং প্রতিনিধিদলের সদস্যদের দেখা যাচ্ছে। ২২শে জানুয়ারি ২০২২। (ছবি- এএফপি)
অসলোর উদ্দেশ্যে রওনা হবার আগে কাবুল এয়ারপোর্টে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিবান মুখপাত্র আব্দুল কাহার বালখি এবং প্রতিনিধিদলের সদস্যদের দেখা যাচ্ছে। ২২শে জানুয়ারি ২০২২। (ছবি- এএফপি)

ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকী’র নেতৃত্বাধীন, তালিবানের একটি প্রতিনিধিদলের সাথে, পশ্চিমা সরকারী কর্মকর্তা ও আফগানিস্তানের সুশীল সমাজের, তিনদিনব্যাপী একটি বৈঠক, রবিবার অসলো-তে শুরু হয়েছে। বৈঠকটি এমন সময় হচ্ছে, যখন আফগানিস্তানে মানবিক পরিস্থিতির ক্রমেই অবনতি হয়ে চলেছে।

নরওয়ের রাজধানীর তুষারাবৃত পাহাড়ের উপরে অবস্থিত একটি হোটেলে, এই রুদ্ধদ্বার বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের প্রথম দিনে, তালিবান প্রতিনিধিদলের সাথে আফগানিস্তান ও আফগান বংশোদ্ভূত নারী অধিকার কর্মী ও মানবাধিকার কর্মীদের সাক্ষাৎ হবে।

বৈঠকটির পূর্বে, তালিবানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী, একটি ভয়েস বার্তা টুইট করেন, যেটি মুত্তাকীর পক্ষ থেকে পাঠানো বার্তা বলে তিনি জানান। টুইটটিতে, “অর্জনে পরিপূর্ণ একটি ভাল সফরের” আশা প্রকাশ করা হয় এবং নরওয়েকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তিনি আশা করছেন যে, দেশটি “ইউরোপের সাথে একটি ইতিবাচক সম্পর্কের দুয়ার হয়ে উঠবে”।

আগস্টে তালিবান ক্ষমতা দখলের পর থেকে, এই সফরেই প্রথমবারের মত তাদের প্রতিনিধিদল ইউরোপে কোন আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিচ্ছে। এর আগে তারা রাশিয়া, ইরান, কাতার, পাকিস্তান, চীন ও তুর্কমেনিস্তানে সফর করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয় যে, আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি, টম ওয়েস্ট এর নেতৃত্বে, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিবে। তারা “একটি প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা গঠন; উদ্ভূত জরুরী মানবিক ও অর্থনৈতিক সঙ্কটে প্রতিক্রিয়া; নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী উদ্বেগ; এবং মানবাধিকার, বিশেষ করে মেয়ে ও নারীদের শিক্ষা” বিষয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন।

শুক্রবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী, অ্যানিকেন হুইটফেল্ড জোর দিয়ে বলেন যে, সফরটি “তালিবানের বৈধতা বা স্বীকৃতি নয়। কিন্তু যারা বর্তমানে কার্যত দেশটি শাসন করছে, আমাদের অবশ্যই তাদের সাথে কথা বলতে হবে”।

XS
SM
MD
LG