অ্যাকসেসিবিলিটি লিংক

ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের থেকে আলাদা থেকে পড়াশোনা করতে পারবে - তালিবান


তালিবান সরকারের সমর্থনে আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের বাইরে মহিলাদের মার্চ, ১১ই সেপ্টেম্বর, ২০২১, ছবি, বেরনেট আরমানকি/ এপি
তালিবান সরকারের সমর্থনে আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের বাইরে মহিলাদের মার্চ, ১১ই সেপ্টেম্বর, ২০২১, ছবি, বেরনেট আরমানকি/ এপি

নতুন তালিবান সরকারের শিক্ষামন্ত্রী রবিবার জানান যে, আফগানিস্তানের মহিলারা স্নাতকোত্তর পড়াশোনাসহ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, তবে ক্লাসগুলিতে ছেলে ও মেয়েরা আলাদাভাবে বসবে এবং ইসলামী পোষাক পরিধান হবে বাধ্যতামূলকI

আফগানিস্তানের নতুন শাসকেরা পুরুষ শাসিত সরকার গঠনের কয়েকদিন পরে, মন্ত্রী আব্দুল বাকি হাককানি এক সংবাদ সম্মেলনে নতুন নীতির কথা ঘোষণা করেন I

১৯৯০ এর দশকের শেষ দিকে তালিবান গোষ্ঠী যখন প্রথম ক্ষমতায় আসে, সে সময় থেকে এবারে তারা কি কি ভিন্নতর ব্যবস্থা নেয়, বিশ্ব তা ঘনিষ্ঠভাবে দেখছে I তাদের আগেকার শাসনামলে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো এবং তাদের কোনো বাইরের জীবন ছিল না I

তালিবান গোষ্ঠী জানিয়েছে, নারীর ব্যাপারে দৃষ্টিভঙ্গিসহ তাদের অবস্থান হবে এখন ভিন্নতর I যদিও সাম্প্রতিক দিনগুলিতে দেখা গিয়েছে তার ব্যতিক্রম, যখন সমান অধিকারের দাবিতে বিক্ষোভরত মহিলাদের বিরুদ্ধে তারা সহিংসতার আশ্রয় নেয়I

মন্ত্রী হাককানি বলেন ,তালিবান ২০ বছর আগেকার জমানায় ফিরে যেতে চায় না I আমরা বর্তমান পরিস্থিতির নিরিখে আবার নতুন করে গড়ে তুলবো I তবে বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রীরা বাধ্যতামূলক "ড্রেস কোড" বা বাধ্যতামূলক পরিধানসহ নানাবিধ নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেনI

হাককানি জানান ;হিজাব' পরিধান বাধ্যতামূলক হবে, তবে স্পষ্ট করে জানান নি, যে তার অর্থ বাধ্যতামূলক হেড স্কার্ফ নাকি সেই সাথে মুখও ঢাকা I তিনি জানান, ছেলে মেয়েদের আলাদা ক্লাস করা কঠোরভাবে মানা হবে ; আমরা তাদের একত্রে পড়াশোনা করতে দেব না, সহ-শিক্ষার অনুমতি দেয়া হবে না I

XS
SM
MD
LG