অ্যাকসেসিবিলিটি লিংক

সাময়িকভাবে শহরগুলোতে আক্রমণ বন্ধ করতে রাজী তালিবান


Members of Taliban political office attend a news conference in Moscow
Members of Taliban political office attend a news conference in Moscow

শুক্রবার মস্কোতে এক তালিবান প্রতিনিধিদল বলেছে তারা প্রাদেশিক রাজধানীগুলিতে আক্রমণ করবে না। যদিও এমন খবর প্রকাশিত হয়েছে যে তালিবান জঙ্গিরা আফগানিস্তানের কান্দাহার প্রদেশের রাজধানীতে আক্রমণ চালিয়েছিল।

কান্দাহারের পুলিশ বাহিনী বলেছে যে তাদের সঙ্গে পুলিশ বাহিনীর আরও সদস্য যোগ দেয়ার কারণে তারা আক্রমণটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। আফগান টিভিতে সরাসরি সম্প্রচারিত মস্কোর এক সংবাদ সম্মেলনে তালিবান প্রতিনিধি দলের নেতা শাহাবুদ্দিন দেলাওয়ার বলেন যে এই গ্রুপটি রক্তপাত রোধ করতে শহরগুলিতে আক্রমণ এড়ানোর সিদ্ধান্ত নেয়। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভিওএ-কে বলেন যে শহরগুলিতে আক্রমণের বিরতি ছিল অস্থায়ী ।

"এ বিষয়ে আমি কেবলমাত্র এটিই বলতে পারি যে বর্তমানে প্রথম পর্যায়ে জেলাগুলির দিকে মনোনিবেশ করা হচ্ছে এবং খোদা চাইলে আমরা শহরগুলির জন্য দ্বিতীয় একটি পরিকল্পনা করবো।" জনসংখ্যা এবং অবকাঠামোকে ধ্বংস থেকে রক্ষা করতেই এই দ্বিখণ্ডন বলে ভিওএকে জানান মুজাহিদ।

XS
SM
MD
LG