অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনি কিশোরীকে মুক্তি দিল ইসরায়েল


রবিবার এক ফিলিস্তিনী কিশোরীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল ।গত বছর ওই কিশোরী দুই ইসরায়েলী সৈন্যর গালে চড় মারে, পরে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়।

১৭ বছর বয়স্ক আহমদ তামিমি ওতার মাকে একই সাথে মুক্তি দেওয়া হয়েছে । আট মাস কারা বাসের পরতারা ওয়েস্ট ব্যংক এর গ্রাম নাবি সালেতে ফিরে গেছে। সেখানে তাদের আগমন উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে ।

ইসরায়েল দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনী প্রতিরোধের বিরুদ্ধে প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই কিশোরীকে ।অন্য দিকে দখলকৃত ওয়েস্ট ব্যাংক ও বেথেলহেম এলাকার দেয়ালে কিশোরী তামিমের বিশাল প্রতিকৃতি আকার আকার কারণে রবিবার ইসরাইল দুই ইতালিয়ান ও এক ফিলিস্তিনি কে গ্রেফতার করেছে।ইসরায়েল সীমান্ত পুলিশ বলেছে সীমান্ত দেয়ালে অবৈধ ভাবে ছবি আঁকার অভিযোগে এদের আটক করা হয়।

XS
SM
MD
LG