অ্যাকসেসিবিলিটি লিংক

তানজানিয়ার মহিলা প্রেসিডেন্ট একজন মহিলাকে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন


তানজানিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসাবে স্টারগোমেনা ট্যাক্স শপথ নিচ্ছেন। সেপ্টেম্বর ১০, ২০২১।

তানজানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে একজন মহিলাকে নিয়োগ দিয়েছেন। দেশটির সরকারের শীর্ষ পদে মহিলাদের নিয়োগের ক্ষেত্রে এটি সবশেষ নিয়োগ।

এই বছরের শুরুতে পূর্বসূরি জন মাগুফুলির মৃত্যুর পর থেকে হাসান মন্ত্রিপরিষদের দ্বিতীয় রদবদলের অংশ হিসাবে এই নিয়োগ দিয়েছেন।

তানজানিয়ার প্রথম মহিলা প্রতিরক্ষা ও জাতীয় সেবা মন্ত্রী হিসাবে স্টারগোমেনা ট্যাক্সের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাসান বলেন, মহিলারা এই ধরনের পদে কাজ করতে পারেন না- এমন ধারণা ভেঙ্গে দেবার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

হাসান বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন পেশীযুক্ত মানুষ থাকতে হবে দীর্ঘদিনের এমন মিথ ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছি। ঐ অফিসে মন্ত্রীর কাজ বন্দুক বা আর্টিলারি বহন করা নয়। তিনি আরও বলেন, ট্যাক্সের প্রধান দায়িত্ব হবে মন্ত্রণালয়ে নীতিমালার প্রশাসনিক সমন্বয় ও পরিচালনা করা।

লিঙ্গ সমতা নিয়ে কাজ করা সক্রিয়বাদীরা এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা বলেন, দেশটির লিঙ্গ সমতার বৈষম্য দূর করার জন্য আরও কিছু করা দরকার।

ট্যাক্সের নিয়োগের মধ্য দিয়ে হাসান সরকারের মন্ত্রী পদে মহিলাদের সংখ্যা দাঁড়ালো আটজন।

XS
SM
MD
LG