অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্য প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা


Tarek Rahman
Tarek Rahman

গত প্রায় ১০ বছর যাবত যুক্তরাজ্য প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দুইটি মামলায় দণ্ডিত হয়েছেন, তাঁকে লন্ডন থেকেদেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে ব্রিটিশ সরকারে সাথে পত্র যোগাযোগ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি আগামী শনিবার থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী মুসলিম রাষ্ট্র সমূহের সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান সম্মেলনে গুরুত্ব পূর্ণ যে সকল বিষয় স্থান
পাবে তার মধ্যে রয়েছে মুসলিম দেশগুলোর নিরাপত্তা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সন্ত্রাসবাদ এবং রোহিঙ্গা ইস্যু।

পররাষ্ট্রমন্ত্রী জানান সম্মেলনে ৪০ জন মন্ত্রী ও সহকারী মন্ত্রী, ওআইসির ৫৭ টি সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ পাঁচশরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। তিনি বলেন শুক্রবার কক্স বাজারে রোহিঙ্গা ক্যাম্প
পরিদর্শনে যাচ্ছেন সম্মেলনে যোগ দিতে আসা অর্ধ শতাধিক প্রতিনিধিদল।

XS
SM
MD
LG