আশুলিয়ার তাজরীন ফ্যাশন্স-এর শতাধিক শ্রমিককে সুপরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিল। আদালতে এই অভিযোগ এনে বৃহস্পতিবার থেকে বিচার শুরু হয়েছে। এই মামলায় মোট আসামী ১৩ জন। এর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আখতার রয়েছেন। ২০১২ সালের ২৪শে নভেম্বর সন্ধ্যার দিকে এই কারখানায় এক ভয়াবহ অগ্নিকা- ঘটে। এতে ১১১ জন শ্রমিক প্রাণ হারান, আহত হন ১০৪ জন শ্রমিক। আগুন লাগার সময় শ্রমিকদেরকে বের হয়ে আসতে বাধা দেয়া হয়েছিলÑ এমন অভিযোগ তখন উঠেছিল। পরে তদন্তে এটা প্রমাণিত হয়েছে। ঢাকার জেলা দায়রা জজ এম কুদ্দুস জামানের আদালতে মামলার চার্জ গঠন করা হয়। এ সম্পর্কে সরকার পক্ষের আইনজীবী খন্দকার আব্দুল মান্নান বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে আসামীদের বিরুদ্ধে।
তাজরীনে অগ্নিকা-ের কয়েক মাস পর রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক মারা যান। এরপর পোশাক কারখানায় কর্মপরিবেশ নেই; এই অভিযোগে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। এরই পটভূমিতে যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা বাতিল করে দেয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট