অ্যাকসেসিবিলিটি লিংক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে


স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩ হাজার ৮শ’ শিক্ষক মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন। এর ফলে ক্যাম্পাসে কোন ক্লাস বা পরীক্ষা হয়নি। এই দাবিতে শিক্ষকরা মৌন মিছিল ও সমাবেশ করেছেন। সোমবার সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


শিক্ষকদের এই আন্দোলনের মুখে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, শিক্ষকদের জ্ঞানের অভাব থাকায় তারা এই আন্দোলন করছেন। তাদের কর্মবিরতির কোন যুক্তি নেই। রাতে শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অর্থমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত। বিবৃতিতে বলা হয়, শিক্ষকদের পদোন্নতিকে ঘিরে অর্থমন্ত্রী দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন। অথচ হলমার্ক-বেসিক ব্যাঙ্ক কেলেঙ্কারিকে তিনি কিছু মনে করেননি। তার মুখে জাতি গঠনের কারিগর শিক্ষকদের বিষয়ে এরূপ অবাঞ্চিত বক্তব্য নিতান্তই অশোভন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00


XS
SM
MD
LG