যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা হয়েছিল। ঐ দিন উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। এর দুটি বিমান আঘাত করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে, একটি আঘাত করে ওয়াশিংটনের পেন্টাগনে এবং আরেকটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। সব মিলিয়ে প্রায় ৩ হাজার লোক নিহত হন। ঐ দিনের স্মৃতিচারন এবং ঐ ঘটনার পর পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপট জানতেই আমাদের আজকের আলাপন।
আমাদের সঙ্গে আজ নিউইয়র্ক থেকে অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সংবাদ বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, ফ্রিলান্স সাংবাদিক মইনুদ্দীন নাসের এবং সমাজ ও সংস্কৃতি কর্মী রোজি আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।