অ্যাকসেসিবিলিটি লিংক

হাক্কানী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মারা গিয়েছেন


আফগানিস্তানের জঙ্গী নেটওয়ার্ক হাক্কানী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দীর্ঘদিন রোগভোগের পর মারা গিয়েছেন বলে বলা হচ্ছে। তালেবানদের পক্ষ থেকে আজ মঙ্গলবার এক বিবৃতি জারি করে বলা হয়েছে জালালুদ্দীন হাক্কানী এখন প্রয়াত হয়েছেন।

জালালুদ্দীন হাক্কানীর নাম প্রথম জোরেশোরে শোনা যায় আফগান মুজাহেদীন কমান্ডার হিসেবে সোভিয়েট আমলে, আফগানিস্তানের দখলদারির সময়ে ১৯৮০ দশকে, যুক্তরাষ্ট্রকে যখন কিনা মুজাহেদীনরা মিত্র পক্ষ রুপে মনে করতো এবং নির্ভরও করতো সেইমতো।

আল কায়েদার নেতা – প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে গড়ে তোলেন হাক্কানী এবং ২০০১ এর ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি’র হামলা তৎপরতার আগে ঐ দু’জনই যুক্তরাষ্ট্রের বিরোধীতায় মেতে উঠেছিলেন।

XS
SM
MD
LG